কিছুক্ষণ আগে আলোময় দা (Alomoy Biswas) ফোন করে বললেন - কবি অসীম সাহা মারা গেছেন। অসীম সাহা - সম্পর্কে আমার ভাইপো, তবে ডাকতাম কাকু বলে। রাশিয়ায় আসার আগে নাম শুনেছি, দেখিনি। পারিবারিক কারণে তাঁর সাথে আমাদের তেমন যোগাযোগ ছিল না। তবে তাঁর ছোট দুই ভাই আলোক কাকু আর বাব্লু (ভালো নামটা ভুলে গেছি) আমাদের বাড়িতে আসতেন। আমিও এসএসসি পরীক্ষা শেষে কয়েক দিন জগন্নাথ হলে তাদের রুমে ছিলাম। দিপ্তী পিসির সাথেও যোগাযোগ ছিল তখন থেকেই। পরে অসীম কাকুর দুই ছেলে বড় হলে আবার যোগাযোগ স্থাপিত হয়, বিশেষ করে অভ্রর সাথে। ও এখন কানাডায়। ১৯৮৭ সালে দেশে বেড়াতে গেলে ওদের ঢাকার বাসায় যাই - কাকু বাসায় ছিল না। আমাদের দেখা হয় ২০১২ সালে তাঁর ছাপাখানায়। তখন একটা ছবি তুলেছিলাম। এরপর আর দেখা হয়নি সময়াভাবে। তবে প্রায়ই লিখতেন আমাকে রাশিয়ার অবস্থা জানতে। আনি মৃত্যুটাকে আলাদা করে দেখি না, এটা জীবনেরই অংশ। মানুষ আর তার মৃত্যু একই দিন জন্ম নেয়, সারা জীবন এক সাথে চলে, তারপর একদিন মৃত্যু দখল করে জীবনের স্থান। মানুষ বেঁচে থাকে যারা রয়ে গেল তাদের স্মৃতিতে। আপনিও আমাদের মাঝে থাকবেন আপনার কবিতায়।
দুবনা, ১৮ জুন ২০২৪
No comments:
Post a Comment