Monday, June 3, 2024

বিচার

বিচার ন্যায় না অন্যায় সেটা যতটা না আইন ভালো না মন্দ তার উপর নির্ভর করে, তারচেয়ে বেশি নির্ভর করে আইনের সিলেক্টিভ প্রয়োগের উপরে। একই অপরাধে অভিযুক্ত দুই ব্যক্তি যদি ভিন্ন ধরনের ট্রিটমেন্ট পায় তাহলে বুঝতে হবে আইন নয় বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট। আর যে দেশের বিচার ব্যবস্থা পক্ষপাতদুষ্ট সে দেশ আর যাই হোক নিজেকে গণতান্ত্রিক, অনুসরণীয় এসব বলার অধিকার হারিয়ে ফেলে। আইনের সিলেক্টিভ প্রয়োগের উদাহরণ আগে তৃতীয় বিশ্বের দেশগুলো তৈরি করত, এখন প্রথম বিশ্বের দেশগুলো তাদের অনুসরণ করছে। উত্তর ও দক্ষিণ মেরু স্থান পরিবর্তন করছে বলে মনে হচ্ছে।

দুবনার পথে, ০৩ জুন ২০২৪

No comments:

Post a Comment