Saturday, June 15, 2024

সততার নিত্যতার সূত্র

সেদিন এক বন্ধু কথাচ্ছলে বলল দেশে নাকি সৎ পথে বাঁচার কোন উপায় নেই। নিজে সৎ থাকলেও, সৎ পথে উপার্জন করলেও প্রতিনিয়ত অন্যদের অন্যায় মুখ বুজে সহ্য করতে হয়। তাই প্রত্যক্ষ ভাবে হোক আর পরোক্ষভাবে হোক সবাইকে অসৎ হতে হয়। আমি বললাম আসলে এসবই নিত্যতার সূত্রের সাথে জড়িত। নির্বাচনের আগে সবাই নিজেকে এত বেশি সৎ, ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে একজন নির্ভীক সৈনিক ইত্যাদি ভূষণে ভূষিত করে যে নির্বাচন পরবর্তী সময়ে তাদের ভীষণ রকম অসৎ হয়ে, সারা দেশের মানুষকে অসৎ করে ভারসাম্য ফিরিয়ে আনতে হয়। তাই বর্তমান পরিস্থিতি এটা সামাজিক সমস্যা নয়, প্রাকৃতিক নিয়ম। বলতে পারেন এটা সততার নিত্যতার সূত্র।

দুবনা, ১৫ জুন ২০২৪

No comments:

Post a Comment