Wednesday, June 19, 2024

মালগাড়ি

ফুলের তোড়ার সৌন্দর্য শুধু ফুলের পরিমাণ বা বৈচিত্র্যের উপরেই নির্ভর করে না, নির্ভর করে পরিমিতিবোধ ও সাজানোর কৌশলের উপর। কোন চিত্রকলার সৌন্দর্য একই ভাবে কত রং ব্যবহার করা হয়েছে তার উপর নির্ভর করে না, যেমন খাবারের স্বাদ নির্ভর করে না মশলার প্রকারভেদ বা রান্নার উপাদানের উপর। ফটোগ্রাফিতে একটা কথা আছে - অপ্রয়োজনীয় সব কিছু ছেটে ফেলা। একই কথা লেখার ক্ষেত্রেও সত্য। আজকাল অনেককেই দেখি একের পর এক ভালো ভালো শব্দ, যার সিংহভাগ বিশেষণ, লিখেই যাচ্ছেন। সুন্দর সব শব্দমালা একের পর এক পাথরের নুড়ির মত ছুটে চলেছে অজানার উদ্দেশ্যে। সেসব দেখে অনেক সময় মনে পড়ে যায় মালগাড়ির কথা যেখানে পেট্রল, তেল, সিমেন্ট, খাবার ইত্যাদি হাজারো রকমের সামগ্রী বিভিন্ন বগিতে ভরে একই ইঞ্জিনের সাথে যোগ করা হয়। এতে সব মালামাল শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায় বটে, কিন্তু গাড়িটা দেখতে কখনোই মনোরম হয় না।

দুবনা, ১৯ জুন ২০২৪

No comments:

Post a Comment