Monday, June 10, 2024

সোনালী আঁশ

আমাদের ছোটবেলায় বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি দ্রব্য ছিল পাট। এটা ছিল বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম প্রধান উপকরণ। বর্তমানে শ্রমিক আর তৈরি পোশাকের পাশাপাশি টাকা হচ্ছে দেশের অন্যতম প্রধান রপ্তানি দ্রব্য। প্রশ্ন হল অর্থ রপ্তানি দেশের অর্থনীতিতে একটি লাভজনক খাতে পরিণত করা যায় কিনা। যতদূর জানি তাতে মনে হয় এখন বাংলাদেশ বিদেশে সবচেয়ে বেশি অর্থ রপ্তানি করে। এখন সরকারের প্রধান কাজ হওয়া উচিত কিভাবে অর্থ রপ্তানি একটি লাভজনক খাতে পরিণত করা যায় তার প্রশিক্ষণ লাভের জন্য কয়েক হাজার আমলাকে বিদেশে পাঠানো। আমরা অনেক কিছুই চেষ্টা করে দেখি। এটাও হয়ে যাক।

দুবনা, ১০ জুন ২০২৪

No comments:

Post a Comment