Sunday, February 4, 2024

গণতন্ত্র

একাত্তরে পাক বাহিনীর আক্রমণের লক্ষ্য ছিল আবাসিক এলাকা। তখন আমেরিকা তাদের দোসর ছিল। ইরাক, আফগানিস্তান, লিবিয়া এসব দেশেও আমেরিকা ও ন্যাটোর হাতে যত না সামরিক বাহিনীর সদস্য মারা গেছে, তারচেয়ে বেশি মারা গেছে সাধারণ মানুষ। আমেরিকার নতুন পৌষ্য ইউক্রেন সে পথেই যাচ্ছে। নিয়মিত বেসামরিক স্থাপনায় আঘাত করে হত্যা করছে নারী আর শিশুদের। গণতন্ত্র বলে কথা।

দুবনা, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

No comments:

Post a Comment