গতকাল সাবনার গেট টুগেদার ছিল বলে ফেসবুক জানিয়ে গেল। প্রায়ই দেখি বিভিন্ন দেশে সোভিয়েত গ্র্যাজুয়েটরা বিভিন্ন উপলক্ষ্যে মিলিত হচ্ছে, অতীত স্মৃতি রোমন্থন করছে। কিন্তু আমরা যারা এদেশে বা মস্কোয় রয়ে গেছি তাদের কোন গেট টুগেদার নেই, কোন স্মৃতি নেই। এটা কি আমরা এখানে আছি বলে বর্তমান থেকে বেরুতে পারছি না, মানে অতীতহীনতায় ভুগছি, নাকি সোভিয়েত সমাজে আমাদের থাকা ওদের পঞ্চবার্ষিক পরিকল্পনার অংশ ছিল না সেজন্য, নাকি মক্কার মানুষ হজ্ব পায় না তার সমাজতান্ত্রিক বাস্তবতা।
দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
No comments:
Post a Comment