Friday, February 2, 2024

স্বাধীন

ফেব্রুয়ারি - ভাষার মাস। ভাষাই মানুষকে অনন্য করেছে। মানুষকে মানুষ করেছে। একথা ভাবতে ভাবতেই মনে হল, আরে, আমরা ছাড়া আর কেউ তো কোন ভাষায় কথা বলে না। মানে কোন জীবজন্তু। তাই কি ওদের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এসব নিয়ে কোন মারামারি নেই? নেই লিঙ্গ নিয়ে বাজার গরম। নেই পরিবেশ আন্দোলন। কেনই বা থাকবে। ওরা তো পরিবেশ দূষিত করে না। তবে গরুদের অনেকেই অভিযুক্ত করে। কথায় বলে বোবার শত্রু নেই। ওরা তো সে অর্থে বোবাই। তাই নয় কি? লেখাপড়া জানে না, কথা বলতে পারে না, অথচ দিব্যি আনন্দে আছে। প্রেম করছে, বংশবৃদ্ধি করছে। কেউ কেউ মানুষের বাড়িতে চাকরি পর্যন্ত করছে। সবচেয়ে বড় কথা ওরা দুষ্ট লোকের মিষ্টি কথার জালে আটকা পড়েনি। ওরা স্বাধীন। সত্যিকার অর্থেই স্বাধীন। আর সেটা ভাষা না থাকার জন্য।

দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২৪

গত বুধবার ফোকাস ওয়ার্কশপে তোলা

No comments:

Post a Comment