Thursday, February 22, 2024

অজুহাত?

উর্দু কবি গুলজার জ্ঞানপীঠ পুরষ্কার পেলেন। ভারতের অনেক কবি সাহিত্যিকদের হাতে উর্দু ভাষা অনবরত সমৃদ্ধ হচ্ছে। ভাষা হিসেবে এর জন্মভূমিও ভারত। আচ্ছা পাকিস্তানে কি উর্দুর পাশাপাশি স্থানীয় ভাষাগুলো সমৃদ্ধ হচ্ছে? কয়েক বছর আগেও ইন্দোনেশিয়ার পরে ভারতে ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী। উর্দু ভাষা চর্চা ভারতে এখনও খুব ভালো ভাবেই হচ্ছে। তাহলে বাংলা চর্চা হতে বাধা কোথায়? নাকি এটা এক ধরণের অজুহাত? বাঙালির চিরদিনের অভ্যাস নিজেকে করুণার পাত্র হিসেবে দেখার?

দুবনা, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

No comments:

Post a Comment