Saturday, February 17, 2024

প্যারাডক্স

কথায় আছে বার বার বলায় মিথ্যাও এক সময় সত্য হয়, কল্পনা বাস্তবের চেয়েও বাস্তব হয় অথচ অনেক নির্ভেজাল সত্য প্রায়ই সত্য বলে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। তাই মানুষ কর্ম ফলে বিশ্বাস করে, ঈশ্বর আর দেব দেবীতে বিশ্বাস করে কিন্তু তার দুর্ভাগ্যের জন্য যে শোষণ ও সম্পদের অসম বন্টন দায়ি সেটা মেনে নিতে পারে না। আর এভাবেই সত্য বা মিথ্যা অবজেক্টিভ রিয়ালিটি না থেকে সাবজেক্টিভ রিয়ালিটিতে পরিণত হয়।

মস্কো, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

No comments:

Post a Comment