পরীক্ষা নিচ্ছি। কোয়ান্টাম তত্ত্বের উপরে। যতটা না ছাত্রদের তারচেয়ে বেশি নিজের। কতটুকু সফল হয়েছি ওদের বোঝাতে। শেখার জন্যে ছাত্রদের আগ্রহ খুবই গুরুত্বপূর্ণ। তবে শিক্ষকের দায়িত্ব তাদের আগ্রহী করে তোলা। তাই যেকোন পরীক্ষাই ছাত্র শিক্ষক দুজনের জন্য। আমার ছাত্ররা অবশ্য আমার কাছে আসতে চায় না, ওরা প্রশ্নের উত্তর দিতে যায় আমার দুজন সহযোগীর কাছে। আমি যদিও নিজেকে মার্ক দেবার ক্ষেত্রে দয়ার সাগর বলে মনে করি তবে ওরা হয়তো সেটা ভাবে না। আমার চর্বিহীন মুখে ওরা দয়া খুঁজে পায় না আর লোকটা আমি এতই ছোট যে আমাকে ওরা সাগর তো দূরের কথা ডোবা হিসেবে কল্পনা করতে পারে কিনা সেটাই সন্দেহ।
মস্কো, ৩০ অক্টোবর ২০২৩