সম্প্রীতির সাথে সাম্প্রদায়িকতা শব্দটা ঠিক যায় না। সম্প্রীতি হয় আছে অথবা নেই। আসলে এরা দুই ভূবনের বাসিন্দা। দু'জন দুই পথের পথিক। তাই যেই মাত্র সাম্প্রদায়িক শব্দটা যোগ হয় বুঝতে হবে সম্প্রীতি পালিয়ে আছে, পড়ে আছে শুধুই সাম্প্রদায়িকতা।
দুবনা, ২৮ সেপ্টেম্বর ২০২১