Friday, December 11, 2020

পদ্মা বিজয়


যুদ্ধাপরাধীদের বিচারের পর পদ্মা সেতু দেশের অন্যতম প্রধান অর্জন। জাতি হিসেবে আমরা গর্বিত বিশেষ করে এ দুটো অর্জন যখন এসেছে মৌলবাদ আর আন্তর্জাতিক মোড়লদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে। কিন্তু এই দুটো ঘটনার মধ্যে আমরা অনেক ছাড় দিয়েছি, একাত্তরের অনেক স্বপ্নকে বিসর্জন দিয়েছি। পদ্মা সেতুর পর জাতি আশা করতেই পারে স্বাধীনতার পক্ষের শক্তি বলে পরিচয় দানকারী রাজনৈতিক দলগুলো আবার এক হয়ে লড়াই করবে - একাত্তরের পরাজিত শক্তি আর তাদের সাম্প্রদায়িক আদর্শের বিরুদ্ধে। দেশ আবার ফিরে যাবে বাহাত্তরের সংবিধানের ট্র্যাকে।

দুবনা, ১২ ডিসেম্বর ২০২০




No comments:

Post a Comment