আবার ডিসেম্বর আবার বিজয়
এ বিজয়ে মানুষের আজ বড় ভয়
এক সাগর রক্ত দিয়ে অর্জিত বিজয়
ভয় হয় বিজয় আজ বিজয়ীর নয়
পরাজিত শক্তি আজ বিজয়ীর বেশে
ঘুরে বেড়ায় বাংলার বুকে হেসে হেসে
ধর্মের অনুভূতি করে তারা পুঁজি
মুক্তিকামী মানুষেরে মারে খুঁজি খুঁজি
আবার ডিসেম্বর বিজয়ের মাস
বিজয়ের উচ্ছ্বাস নেই মানুষ হতাশ
ভোটের যোগ বিয়োগ সুক্ষ গননা
নীরবে গায়েব হয় একাত্তরের চেতনা
লোভের কানা গলি রাজনীতি হারায়
বাংলার আকাশ ভারী মুক্তির কান্নায়
No comments:
Post a Comment