Tuesday, December 1, 2020

শীতের হরিণ Зимняя олень

একটু খেয়াল করলে দেখবেন গাছে কিছু সবুজ পাতা। এগুলো লাইলাক গাছ। এ সময় পাতা থাকে না। তবে এ সময় যদি তাপমাত্রা ওঠা নামা করে, মানে একবার ঠাণ্ডা পড়ে যদি আবার প্লাস হয়, অনেক গাছ মনে করে বসন্ত এসে গেছে। ওরা তো আর মানুষের মত মাসের নাম জানে না, অনুভূতিই (ধর্মীয় নয়, প্রাকৃতিক) ওদের একমাত্র সম্বল। তাই ঘুম থেকে উঠে প্রকৃতিকে স্বাগত জানাতে চায়, সবুজ পাতা বের করে হাতছানি দেয়। কিন্তু প্রকৃতি ওদের এই সারল্যকে পাত্তা দেয় না। নেমে আসে শীতের ভয়ঙ্কর তীব্রতা। অনেক গাছ এটা সহ্য করতে পারে না। মরে যায়। ফসল নষ্ট হয়। রাশিয়ায় শীতের আগে বীজ ছড়িয়ে দেয়, যাতে বসন্তের শুরুতে ওরা প্রাণ পায়। হ্যাঁ, প্রকৃতিও মাঝে মাঝে ট্রয়ের ঘোড়া পাঠিয়ে রসিকতা করে নিজের সন্তানদের সাথে।


দুবনা, ০১ ডিসেম্বর ২০২০



No comments:

Post a Comment