আমরা কথার কথা বলি। কথার মাঝে
কথা বলা যায়। আবার কথার পিঠেও কথা চলে আসে। শুধু কি তাই? কথার পিছে কথা আসে লাইন
ধরে। আরও হয় কথার পর কথা, তারপরেও কথা। মাঝে, পিঠে, পিছে – কতভাবেই না কথা আসে
জীবনে! কিন্তু কথার আগে বা কথার সামনে কেন কথা হয় না? কে জানে? এ জন্যেই হয়তো
বাইবেলের শুরু এ দিয়ে “সবার আগে ছিল কথা (শব্দ)!” এর পরে শুধুই কথার খেলা। সবাই
শুধু কথা দিয়েই যায়, দিয়েই যায়। আর এই কথার মিছিলে হাবুডুবু খেতে খেতে পাবলিক কখন
যে তাদের বোধ, বুদ্ধি, বিবেক এসব বন্ধক রাখে রাজনীতি আর ধর্ম ব্যবসায়ীদের কাছে তা
সে টেরই পায় না!
দুবনা, ০৬ ডিসেম্বর ২০১৮
দুবনা, ০৬ ডিসেম্বর ২০১৮
No comments:
Post a Comment