আরেকটা বিজয় দিবস ঝরে পড়লো
ক্যালেন্ডারের পাতা থেকে
কিছু লোক আগুন ঝরা বক্তব্য রাখলো
কেউ বা হাজিরা খাতায় সই করেই দায়িত্ব সারলো
এরপর অপেক্ষা আরেকটা জাতীয় দিবসের
এর মাঝে আবার সেই আগের জীবন
ঘুষ খাওয়া, লোক ঠকানো
রাজনীতির নামে দূর্নীতি করা
কাজের কী শেষ আছে এ জীবনে?
আবার বিজয় দিবস, আবার চেতনার সুড়সুড়ি
হায়রে সোনার বাংলা
তোমাকে ভালোবাসতে গিয়ে আমি কী না করি!
মস্কো, ১৭ ডিসেম্বর ২০১৮
No comments:
Post a Comment