দেখতে দেখতে
বছর ঘুরে গেল। ২০১৮ শেষ করে আমরা পা দিচ্ছি ২০১৯ এ। অবশ্য মানব জাতির বাইরে কেউ এ
বিষয়ে অবগত আছে বলে আমার মনে হয় না। ভিসোৎস্কির একটা গান আছে “প্রকৃতির কোন খারাপ
আবহাওয়া নেই।“ আসলে প্রকৃতি জানেই না যে আগামী কাল ২০১৯ সাল। সে তার মত খেলে চলছে।
কবির ভাষায় “খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে।“ তারপরেও আমরা নববর্ষ পালন করব,
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের নববর্ষের শুভেচ্ছা জানাব, নতুন বছরে সুখ, শান্তি,
সাফল্য ইত্যাদি কামনা করব। আমিও তার বাইরে নই। তবে এটা ঠিক এসব কিছুই এমনি এমনি আসে না। নতুন বছর, নতুন
দিন সাফল্যের ডালি হাতে নিয়ে আমাদের ঘুম ভাঙ্গায় না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন
আসে একই ভাবে। সেটা সফল হবে কিনা, সুখময়, শান্তিপূর্ণ হবে কিনা সেটা নির্ভর করে
আমাদের উপর, প্রতিটি মানুষের উপর। কেননা সুখ, শান্তি শুধু ব্যক্তিগত ব্যাপার নয়,
সমষ্টিগতও। পাশের বাড়ির অভাব উঁচু দেয়াল টপকিয়ে আমার বাড়িতে হয়তো আসে না, তবে সে
বাড়ির মশা মাছি, দুর্গন্ধপূর্ণ বাতাস অনায়াসেই সেটা করতে পারে। তাই পাশের বাড়ির
মানুষটা অসুখী হলে আমাদের সুখেও একটু খাদ থেকে যায়। আসুন নতুন বছরে আমরা নিজেরা সুখী
হওয়ার চেষ্টা করি, চেষ্টা করি পাশের লোকটাকে সুখী করতে। সবাই সুখী হলে শান্তি
এমনিতেই আসবে। সবার জন্য শুভ কামনা।
দুবনা, ৩১ ডিসেম্বর ২০১৮
No comments:
Post a Comment