Sunday, March 3, 2024

স্বার্থ

আমরা প্রায়ই স্বার্থের কথা বলি, বলি মানুষ শুধু স্বার্থের জন্য বন্ধুত্ব করে, স্বার্থ পূর্ণ হলেই কেটে পড়ে। আমার মনে হয় প্রশ্নটা স্বার্থ বা স্বার্থহীনতার নয়। মহাবিশ্বে সব কিছু ঘটে ইন্টারেকশন বা মিথষ্ক্রিয়ার মাধ্যমে। আর ইন্টারেকশন মানেই দেয়া নেয়া। দুটো হাইড্রোজেন পরমানু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা অক্সিজেন পরমানুর সাথে ঘর বেঁধে জলের জন্ম দেয়।
একজন নিজের প্রয়োজনেই দেয়, অন্যজন নিজের প্রয়োজনেই নেয়। এই দেয়া নেয়া পরস্পরের স্বার্থে। একজনই দিয়ে খুশি, আরেকজন নিয়ে। যারা দেয় না বা নেয় না তারা ইনার্ট বা নিষ্ক্রিয়। তাই এটা মানুষের চাওয়া পাওয়ার থেকেও অনেক গভীরে। এটা প্রকৃতির নিয়ম। প্রয়োজন ফুরিয়ে গেলে বা নতুন প্রয়োজন দেখা দিলে নতুন প্রতিক্রিয়া ঘটে, জন্ম নেয় নতুন সংসার, নতুন বন্ধুত্ব। তাই স্বার্থ বিষয়টি মনে হয় শুধু মানবিক হয়, এটা সৃষ্টির মূল রহস্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

মস্কো, ০৪ মার্চ ২০২৪

No comments:

Post a Comment