ট্র্যাজেডিটা হল এখন সবাই শুধু বই কিনতে বলেন, কেউ বই পড়তে বলে না। এটা ভেতরে পড়ার কিছু নেই বলে নাকি বই প্রকাশ করাও শুধুমাত্র ব্যবসা বলে? হতেও পারে। আজকাল অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তো শিক্ষার চেয়ে সার্টিফিকেট দিতেই বেশি আগ্রহী। প্রকাশকদের পাশাপাশি লেখকরাও যদি বেচাকেনা নিয়েই ব্যস্ত থাকে তাহলে লেখার সময় পাবে কোথায়? মুস্কিল!
মস্কোর পথে, ০৩ মার্চ ২০২৪
No comments:
Post a Comment