Wednesday, March 20, 2024

বুদ্ধি

গতকাল সূয্যি মামা উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে প্রবেশ করেছে। কিন্তু সেটা নিয়মানুযায়ী হয়েছে নাকি অফ সাইড ছিল তা নিয়ে জল্পনার শেষ নেই। এই নিয়ে প্রকৃতিতে ঝগড়া। বাতাসের সাথে তুষারের হাতাহাতি। রিপ্লে দেখে থার্ড আম্পায়ারকে ঠিক করতে হবে শীত কি সত্যি আউট না কি এখনও নট আউট। অনেক মানুষ সেই দাবিই তুলেছে। 
মানুষ ব্যতীত অন্য কোন প্রাণির আইনের বই নেই, জেল নেই, টিভি আম্পায়ার নেই, এমনকি আম্পায়ার পর্যন্ত নেই। ক্যালেন্ডারের তোয়াক্কা না করে কিছু ফুলকে দেখলাম দিব্যি পথে নেমেছে, বাতাসে মাথা দুলিয়ে নাচছে পাখিদের গানের সাথে। হায়রে বুদ্ধিমান মানুষ! একেই হয়তো বলে বুদ্ধির বিড়ম্বনা।

দুবনা, ২১ মার্চ ২০২৪

No comments:

Post a Comment