১৯৮৩ সালে রাশিয়ায় আসার আগে বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পীদের একজন ছিলেন সাদি মহম্মদ। ছাত্র জীবনে, যখন অনেক বাংলাদেশী এক সাথে আড্ডা দিতাম, তখন নিজদের মধ্যে ক্যাসেট, বই এসব বিনিময় হত। তাই দূরে থাকলেও দেশের শিল্পীদের সাথে এক ধরণের যোগাযোগ ছিল। গত ৩০ বছর দুবনায় বলতে গেলে একাই থাকি। এ কারণেও হতে পারে, হতে পারে বয়স - আজকাল আর বাংলা গান তেমন শোনা হয় না। যেটুকু হয়, সেটা নিজের গুন গুন করে গান গাওয়ার শব্দ। গতকাল সাদি মহম্মদের মৃত্যু সংবাদ পেয়ে আবার তাঁর কথা মনে পড়ল। হ্যাঁ, অনেক সময় মৃত্যুও জীবনের সংবাদ নিয়ে আসে।
দুবনা, ১৪ মার্চ ২০২৪
No comments:
Post a Comment