বাংলায় একটি প্রবাদ আছে
"যে রাঁধে সে চুলও বাঁধে"
কথাটা বলা হয় এটা বোঝাতে যে যারা কাজ করে তারা ফাঁকি দেবার জন্য অজুহাত খোঁজে না।
তবে এখানে একটি ফাঁকি আছে। রাঁধুনি যদি রাঁধার আগে চুল বাঁধে তাতে খাবারে চুল পড়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়।
দুবনা, ১৬ মার্চ ২০২৪
No comments:
Post a Comment