Saturday, March 9, 2024

ছাড়

একটা বিষয় খেয়াল করে দেখলাম যে নারী পুরুষের সম্পর্কে ভাঙন দেখা দিলে একদল মানুষ সেটাকে নারীর স্বাধীনচেতা মনোভাব ও স্বাবলম্বী হয়ে ওঠাকে কারণ হিসেবে দেখায়।‌ যারা নারীদের পুরুষের সমকক্ষ দেখতে চায় না তারা এটাকে নারীর স্বাধীনতা ও স্বাবলম্বিতা খর্ব করার অজুহাত হিসেবে ব্যবহার করে। আবার যারা নারীবাদী তাদের অনেকেই এটাকে নারীদের বুদ্ধিমত্তা, স্বাবলম্বিতা ও স্বাধীনতাকে মেনে নিতে পুরুষের ব্যর্থতা হিসেবে দেখে। আমার মনে হয় দুটো ধারণাই একপেশে। কারণ বন্ধুত্ব মানেই কম্প্রোমাইজ, নিজের স্বার্থ ত্যাগ করা। আর সেটা হওয়া উচিত উভয় পক্ষ থেকে। যখনই সম্পর্ক থেকে পরস্পরকে ছাড় দেবার ধারণাটা নাই হয়ে যায় তখন সম্পর্কটাই নাই হয়ে যায়। দোষটা যতটা না নারী বা পুরুষে তারচেয়ে বেশি ত্যাগের মানসিকতার অভাবের।

দুবনা, ০৯ মার্চ ২০২৪

No comments:

Post a Comment