যোগ্যতমের বেঁচে থাকা তত্ত্বে ডারউইন বলেছেন সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে বুদ্ধিমানরা নয়, যারা পরিবর্তনের সাথে সবচেয়ে ভালো ভাবে মানিয়ে নিতে পারে তারাই টিকে থাকে। সমাজে ও রাজনীতিতে একমাত্র সুবিধাবাদীরাই সব আমলে মূল ধারার সাথে খাপ খাইয়ে নিতে পারে। শুধু তাই নয় সুবিধাবাদীরা কখনও কখনও সমাজের হর্তাকর্তা পর্যন্ত বনে যায়। তাহলে কি সুবিধাবাদই মানব সমাজে টিকে থাকার হাতিয়ার, উন্নতির সোপান?
মস্কো, ২৩ জানুয়ারি ২০২৪
No comments:
Post a Comment