Monday, January 22, 2024

উপলব্ধি

এক সময় রুশ দেশ মদ্য পানের জন্য বিখ্যাত ছিল (এখন সে প্রথম দশের মধ্যে নেই)। যাহোক তখন বলা হত যদি পান করার অজুহাত না থাকত তখন তারা তেলাপোকা ধরে টেবিলে দাগ কেটে ওকে ছেড়ে দিত। যতবার তেলাপোকা দাগ অতিক্রম করত ততবার ওরা এ উপলক্ষ্যে পান করত। বর্তমানে চলমান ঘটনাবলী দেখে আমার মনে হয় ধর্ম না থাকলেও সেটা বানাতে হত। কারণ ঝগড়া ও মারামারি করার জন্য এর চেয়ে নিরীহ অজুহাত আবিষ্কার করা খুব কঠিন।

দুবনা, ২২ জানুয়ারি ২০২৪

No comments:

Post a Comment