হঠাৎ করেই ফ্রান্সের এক সময়ের সম্ভাব্য প্রেসিডেন্ট ডোমিনিক স্ট্রস-কানের কথা মনে হল। যখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে তখন তাঁর বিরুদ্ধে নিউ ইয়র্কের এক হোটেলে নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ এনে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করা হয়। তবে যেটা বলা হয়নি তা হল তাঁর স্বাধীন দৃষ্টিভঙ্গি যা মার্কিন মালিকদের পছন্দ নয়। কয়েক দিন আগে এপস্টাইনের লিস্টের অংশ বিশেষ প্রকাশিত হল। ক্লিনটন, গোর, প্রিন্স এন্ড্রু কে নেই সেখানে? তবে পূজ্য ও আরাধ্য দেবতাদের যা লীলা সাধারণ মানুষের জন্য সেটা ব্যভিচার। পশ্চিমা এলিটরা তো আর সাধারণ মানুষ নয়। তাই আমাদের মত মরণশীল মানুষেরা যে এসব দেবতাদের স্তাবকতা করে যাবে সে বিষয়ে তাঁরা নিশ্চিত।
দুবনা, ১৮ জানুয়ারি ২০২৪
No comments:
Post a Comment