বাংলাদেশের রাজনীতিতে সুবিধাবাদী দলের অভাব নেই। তবে ইদানিং কালে কিছু দলের কর্মকাণ্ড দেখে মনে হয় এরা সে রকম নয়, এরা অসুবীধাবাদী দল। এরা সরকারের সাথে আঁতাত করে না বিধায় সুবিধাবাদীর কাতারে পড়ে না। তারা আসলে কারও সাথেই আঁতাত করে না, কিন্তু তাদের সব কর্মকাণ্ডের ফসল যায় আদর্শগত শত্রুর গুদামে। ফলে এরা শুধু নিজেদের জন্য নয় দেশের জন্য অসুবিধা সৃষ্টি করে।
দুবনা, ০৯ জানুয়ারি ২০২৪
No comments:
Post a Comment