আজকাল ফেসবুকে প্রায়ই দেখি দেশের সাধারণ কৃষকরা বিভিন্ন বিদেশী ফল চাষ করে উচ্চ মূল্যে বিক্রি করছে। তখন মনে পড়ে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের কথা। সে সময় ধানের জমিতে নীল চাষ করে এবং তার যথার্থ মূল্য না পেয়ে কৃষকরা বিপদে পড়ত। সেই সময় নীলের উচ্চ মূল্য পেলে ঘটনা ভিন্ন পথে যেতেই পারত। মূল কথা হল আমরা যে ফসল ফলাই সেটা ন্যায্য মূল্যে বিক্রি করা। সমস্যা তখন শুরু হয় যখন ফসলের ন্যায্য মূল্য পাওয়া যায় না ও স্থানীয় পর্যায়ে সেটা ব্যবহারের সুযোগ থাকে না। আজ আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের মেধা দেশে ব্যবহার করার ব্যবস্থা করতে না পারি তাহলে মেধাবী ছেলেমেয়েরা হবে নীলের মত যা ব্যবহার করে উন্নত বিশ্ব নিজেদের অর্থনীতি চাঙ্গা করবে আর আমরা কাঁচামাল সরবরাহকারী দেশ হিসেবে থেকে যাব।
দুবনা, ১৯ জানুয়ারি ২০২৪
No comments:
Post a Comment