সোভিয়েত ইউনিয়নে যখন প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হত অনেকেই তা দু'হাত তুলে সমর্থন করত। সে সময়ে যারা সোভিয়েত ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচনের কথা বলত এরা তার বিরোধিতা করত। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হলে কি হয় সেটা আমরা দেখেছি সোভিয়েত ব্যবস্থার পতনে। আবার অন্ধভাবে গণতন্ত্র চাইলে কি হয় সেটা দেখেছি নব্বুইয়ের দশকের রাশিয়ায়। মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করে পায় আমেরিকান গণতন্ত্র যার মূল কথা নিজ দেশের নয় আমেরিকার মানুষের (এলিট শ্রেণীর) স্বার্থে কাজ করা। আজ দেশের নির্বাচনে দু' পক্ষই মনে হয় আমেরিকার জনগণের জন্য কাজ করছে - কেউ কম কেউ বেশি। আর রাজনৈতিক ভাবে সেদিনের সোভিয়েত সমর্থকরা উল্টো পথে হাঁটছে।
দুবনা, ০৫ জানুয়ারি ২০২৪
No comments:
Post a Comment