পরস্পর নির্ভরশীল এই পৃথিবীতে কখনোই কাউকে পুরোপুরি এড়িয়ে চলা যায় না, বিশেষ করে প্রতিবেশীকে, তার ওপর যদি সে দেশ হয়। কেননা ব্যক্তি মানুষ চাইলেই কোথাও চলে যেতে পারে। হাত-পা বিহীন, অথর্ব দেশ তা পারে না। প্রতিবেশী দেশের বন্ধন থেকে মুক্ত হতে হলে অন্য কারো সাথে গাঁটছড়া বাঁধতে হয়। অভিজ্ঞতা বলে সেটা হয় আরো ভয়ঙ্কর। কারণ সাহায্যকারীরা আসে নিজেদের এজেন্ডা নিয়ে। তাহলে? পারস্পরিক স্বার্থ রক্ষা করে চলার পথ খুঁজে বের করতে হয়। আমরা সংসার জীবনে প্রতিনিয়ত সেটা করি। এখানেই বা পারব না কেন? যদি না পারেন তাহলে বিশ্বের সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন। আমেরিকা অনেক দূরে, ওদের সেনারা উড়োজাহাজে উড়াল দিতে পারে, আপনি, আপনার দেশ পারে না, রক্ত দিয়ে নিজের বোকামির প্রায়শ্চিত্ত করতে হয়। অন্যের শক্তি দিয়ে যুদ্ধ জেতা যায় না, তবে নিজের বুদ্ধি দিয়ে যুদ্ধ এড়ানো যায়।
দুবনা, ২৯ জানুয়ারি ২০২৪
No comments:
Post a Comment