ও কুকুরের বাচ্চা ঠিকই কিন্তু আমাদের কুকুরের বাচ্চা। একসময় সাম্রাজ্যবাদের সমালোচনা করতে গিয়ে এই উদ্ধৃতি দিতাম। এখন মনে হয় কথাটি শুধু সাম্রাজ্যবাদ নয় সবার জন্য সত্য। যত খারাপ আর জনবিরোধী হোক না কেন নিজের স্বৈরাচার অন্যের স্বৈরাচারের চেয়ে ভালো বা দুই মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দ। নিজের বিষ্ঠার দুর্গন্ধ সহনীয় হলেও অন্যেরটা দুঃসহ, এমনকি তারা পোলাও কোর্মা খেলেও। আমাদের তথাকথিত মডারেটরা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারে ততই মঙ্গল।
মস্কো, ১০ নভেম্বর ২০২৫
No comments:
Post a Comment