Friday, November 7, 2025

কাউয়াওকা

হঠাৎ করেই ওকার কথা মনে পড়ে গেল। ঠিক ওকা নয়, ওকার কাউয়ার কথা। তিনি বলতেন আওয়ামী লীগে কাউয়া ঢুকেছে। বাস্তবে এসব কাউয়ারা ছিল জামায়াত শিবিরের লোকজন। ইদানিং এরকম কাউয়ার দেখা মিলছে অন্যান্য দলেও। অন্ততপক্ষে এরকম অভিযোগ শোনা যাচ্ছে। এখন থেকেই যদি সতর্ক না হয় তাহলে অবস্থা আওয়ামী লীগের চেয়েও শোচনীয় হতে পারে।

দুবনা, ০৭ নভেম্বর ২০২৫

No comments:

Post a Comment