সরকার ও বিরোধী দল যখন বুদ্ধিজীবীদের গৃহপালিত প্রাণীতে পরিণত করে তখন বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী থাকে না, তারা হয় তোতা পাখি যারা মালিকের শেখানো বুলি আউড়ায়। আওয়ামী আর মব শাসনের ঠ্যালায় দেশে এখন আর বুদ্ধিজীবী নেই বললেই চলে। যারা আছে তাদের বেশিরভাগই চাতুর্য্যের মুদি দোকানদার। যেখানেই দুই পয়সা লাভের আশা সেখানেই অবলীলায় বিক্রি হয়ে যায়। কেউ স্বেচ্ছায় কেউবা অনিচ্ছায়। রাজনৈতিক দলগুলো যদি সবাইকে নিজের নিজের দায়িত্ব পালন করতে না দিয়ে দলদাস করে তাহলে দেশের প্রয়োজনে মাথা তুলে দাঁড়ানোর কেউ থাকে না।
দুবনা, ০৩ নভেম্বর ২০২৫
No comments:
Post a Comment