Saturday, November 15, 2025

বেহাত

সিপিবির সাধারণ সম্পাদক বলেছেন "জুলাই গণ অভ্যুত্থান বেহাত হয়েছে। সরকার নারীদের, সংখ্যালঘু মানুষের কোন সুরক্ষার ব্যবস্থা নেয়নি।" বিলম্বে হলেও সিপিবি নেতার বোধোদয় আশাব্যঞ্জক। তবে তার উপলব্ধি অন্ধের হাতি দর্শনের মত, মানে আংশিক। আসল সত্যটা হল সরকার শুধু নারী বা সংখ্যালঘু নয়, কোন মানুষেরই কোন রকম সুরক্ষার ব্যবস্থা নেয়নি সরকার। বরং একদল দেশদ্রোহী কুলাঙ্গারের হাতে সংবিধান, আইন শৃঙ্খলা, বাজার অর্থনীতি সব তুলে দিয়ে নিজেরাই কুলাঙ্গার হয়ে গেছে। তাদের প্রচেষ্টায় শুধু জুলাই অভ্যুত্থান নয়, দেশটাই বেহাত হয়ে গেছে।

দুবনা, ১৫ নভেম্বর ২০২৫

No comments:

Post a Comment