Sunday, November 30, 2025

শুধু স্রোতে ভাসা

কিছু লোককে সবসময় ঠকানো যায় কিংবা সব লোককে কিছু সময় ধরে ঠকানো যায় কিন্তু সব লোককে সবসময় ঠকানো যায় না। বলেছিলেন আব্রাহাম লিংকন। আমাদের দেশের ক্ষমতাসীনরা সেই ১৯৪৭ সাল থেকেই সব মানুষকে ঠকিয়ে যাচ্ছে। শুধু ক্ষমতাসীন বলি কেন ক্ষমতা প্রত্যাশী দল, ব্যক্তি সবাই এটা করছে। আর ঠকানোর মাত্রা ও কৌশল প্রতিটি নতুন সরকারের সাথে আপডেট হচ্ছে।

মস্কোর পথে, ৩০ নভেম্বর ২০২৫

No comments:

Post a Comment