আজ যারা ইসলামী শাসন, বাধ্যতামূলক হিজাব পরার আইনের জন্য আন্দোলন করছে একদিন তারাই এসব থেকে মুক্তির জন্য আন্দোলন করবে। কারণ ইসলামী শাসন বলে এরা যা ভাবছে তা আসলে ইসলামী শাসন নয়, মোল্লার শাসন বা ইসলামী ব্রাহ্মণ্যবাদ। একবার বসতে দিলে এমন ভাবে শোবে যে হাজারটা ক্রেন দিয়ে টেনে তোলা যাবে না।
দুবনা, ০১ নভেম্বর ২০২৫
No comments:
Post a Comment