Tuesday, January 30, 2024

যুদ্ধ

আপাতদৃষ্টিতে এটাকে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ মনে হলেও কার্যত সেটা এখন পশ্চিমা বিশ্বের এলিটদের সাথে সেসব দেশের সাধারণ জনগণের যুদ্ধ। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের খামখেয়ালি বাস্তবায়নের জন্য এলিটরা জনগণকে গিনিপিগের মত ব্যবহার করছে আর এর পেছনে কিছুটা হলেও জনসমর্থন পাওয়ার জন্য রাশিয়াকে ব্যবহার করছে শিখন্ডি হিসেবে, মানে রাশিয়ার কাল্পনিক আক্রমণকে বর্গী বানিয়ে জনগণকে একদিকে তাদের যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করছে, অন্যদিকে নিজেদের দূরভিসন্ধির বিষয়ে অচেতন রাখতে ঘুম পাড়াচ্ছে।

দুবনা, ৩১ জানুয়ারি ২০২৪

Monday, January 29, 2024

আশঙ্কা

হাজার হুজুর হাজির হয়েছে 
হিজড়া নিয়ে বয়ান দেবে 
ভক্তদের ভক্তি থেকে 
সৃষ্টিকে তাঁর কে বাঁচাবে?

দুবনা, ৩০ জানুয়ারি ২০২৪

শক্তি

পরস্পর নির্ভরশীল এই পৃথিবীতে কখনোই কাউকে পুরোপুরি এড়িয়ে চলা যায় না, বিশেষ করে প্রতিবেশীকে, তার ওপর যদি সে দেশ হয়। কেননা ব্যক্তি মানুষ চাইলেই কোথাও চলে যেতে পারে। হাত-পা বিহীন, অথর্ব দেশ তা পারে না। প্রতিবেশী দেশের বন্ধন থেকে মুক্ত হতে হলে অন্য কারো সাথে গাঁটছড়া বাঁধতে হয়। অভিজ্ঞতা বলে সেটা হয় আরো ভয়ঙ্কর। কারণ সাহায্যকারীরা আসে নিজেদের এজেন্ডা নিয়ে। তাহলে? পারস্পরিক স্বার্থ রক্ষা করে চলার পথ খুঁজে বের করতে হয়। আমরা সংসার জীবনে প্রতিনিয়ত সেটা করি। এখানেই বা পারব না কেন? যদি না পারেন তাহলে বিশ্বের সাম্প্রতিক ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন। আমেরিকা অনেক দূরে, ওদের সেনারা উড়োজাহাজে উড়াল দিতে পারে, আপনি, আপনার দেশ পারে না, রক্ত দিয়ে নিজের বোকামির প্রায়শ্চিত্ত করতে হয়। অন্যের শক্তি দিয়ে যুদ্ধ জেতা যায় না, তবে নিজের বুদ্ধি দিয়ে যুদ্ধ এড়ানো যায়।

দুবনা, ২৯ জানুয়ারি ২০২৪

Saturday, January 27, 2024

জীবন

অনেক দিন পরে গতকাল আমেরিকা প্রবাসী এক বন্ধুকে ফোন করলাম। 
- অভিনন্দন!
ও একটু অবাক হয়ে জানতে চাইল
- কি উপলক্ষ্যে?
- বিশ্বের প্রথম গণতান্ত্রিক গ্যাস চেম্বার উদ্বোধন করার জন্যে!
- তুই জানিস নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে এই মৃত্যু খুবই মানবিক, খুব কষ্টহীন?
- এই মৃত্যু কষ্টহীন কিনা জানিনা তবে মৃত্যু পরবর্তী জীবন নিশ্চয়ই কষ্টহীন। তাই তো তোদের অভিনন্দন জানাই লাখ লাখ মানুষকে জীবনের কষ্ট থেকে মুক্তি দিতে আমেরিকার গৌরবময় অবদানের জন্য।

দুবনা, ২৭ জানুয়ারি ২০২৪

Monday, January 22, 2024

যোগ্যতা

যোগ্যতমের বেঁচে থাকা তত্ত্বে ডারউইন বলেছেন সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে বুদ্ধিমানরা নয়, যারা পরিবর্তনের সাথে সবচেয়ে ভালো ভাবে মানিয়ে নিতে পারে তারাই টিকে থাকে। সমাজে ও রাজনীতিতে একমাত্র সুবিধাবাদীরাই সব আমলে মূল ধারার সাথে খাপ খাইয়ে নিতে পারে। শুধু তাই নয় সুবিধাবাদীরা কখনও কখনও সমাজের হর্তাকর্তা পর্যন্ত বনে যায়। তাহলে কি সুবিধাবাদই মানব সমাজে টিকে থাকার হাতিয়ার, উন্নতির সোপান?

মস্কো, ২৩ জানুয়ারি ২০২৪ 

উপলব্ধি

এক সময় রুশ দেশ মদ্য পানের জন্য বিখ্যাত ছিল (এখন সে প্রথম দশের মধ্যে নেই)। যাহোক তখন বলা হত যদি পান করার অজুহাত না থাকত তখন তারা তেলাপোকা ধরে টেবিলে দাগ কেটে ওকে ছেড়ে দিত। যতবার তেলাপোকা দাগ অতিক্রম করত ততবার ওরা এ উপলক্ষ্যে পান করত। বর্তমানে চলমান ঘটনাবলী দেখে আমার মনে হয় ধর্ম না থাকলেও সেটা বানাতে হত। কারণ ঝগড়া ও মারামারি করার জন্য এর চেয়ে নিরীহ অজুহাত আবিষ্কার করা খুব কঠিন।

দুবনা, ২২ জানুয়ারি ২০২৪

Friday, January 19, 2024

নীল দর্পণ

আজকাল ফেসবুকে প্রায়ই দেখি দেশের সাধারণ কৃষকরা বিভিন্ন বিদেশী ফল চাষ করে উচ্চ মূল্যে বিক্রি করছে। তখন মনে পড়ে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের কথা। সে সময় ধানের জমিতে নীল চাষ করে এবং তার যথার্থ মূল্য না পেয়ে কৃষকরা বিপদে পড়ত। সেই সময় নীলের উচ্চ মূল্য পেলে ঘটনা ভিন্ন পথে যেতেই পারত। মূল কথা হল আমরা যে ফসল ফলাই সেটা ন্যায্য মূল্যে বিক্রি করা। সমস্যা তখন শুরু হয় যখন ফসলের ন্যায্য মূল্য পাওয়া যায় না ও স্থানীয় পর্যায়ে সেটা ব্যবহারের সুযোগ থাকে না। আজ আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের মেধা দেশে ব্যবহার করার ব্যবস্থা করতে না পারি তাহলে মেধাবী ছেলেমেয়েরা হবে নীলের মত যা ব্যবহার করে উন্নত বিশ্ব নিজেদের অর্থনীতি চাঙ্গা করবে আর আমরা কাঁচামাল সরবরাহকারী দেশ হিসেবে থেকে যাব।

দুবনা, ১৯ জানুয়ারি ২০২৪

Thursday, January 18, 2024

দেবতা

হঠাৎ করেই ফ্রান্সের এক সময়ের সম্ভাব্য প্রেসিডেন্ট ডোমিনিক স্ট্রস-কানের কথা মনে হল। যখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে তখন তাঁর বিরুদ্ধে নিউ ইয়র্কের এক হোটেলে নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ এনে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করা হয়। তবে যেটা বলা হয়নি তা হল তাঁর স্বাধীন দৃষ্টিভঙ্গি যা মার্কিন মালিকদের পছন্দ নয়। কয়েক দিন আগে এপস্টাইনের লিস্টের অংশ বিশেষ প্রকাশিত হল। ক্লিনটন, গোর, প্রিন্স এন্ড্রু কে নেই সেখানে? তবে পূজ্য ও আরাধ্য দেবতাদের যা লীলা সাধারণ মানুষের জন্য সেটা ব্যভিচার। পশ্চিমা এলিটরা তো আর সাধারণ মানুষ নয়। তাই আমাদের মত মরণশীল মানুষেরা যে এসব দেবতাদের স্তাবকতা করে যাবে সে বিষয়ে তাঁরা নিশ্চিত। 

দুবনা, ১৮ জানুয়ারি ২০২৪

Monday, January 15, 2024

বিশ্বাস

অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন। এসব না করে মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিরা যদি নিজে দুর্নীতি করবেন না ও আত্মীয় স্বজনদের দুর্নীতি করতে দেবেন না সেই কথা দিতেন ও কথা রাখতেন তাতে দেশের পরিবেশ দূষণ অনেক কমে যেত বলে আমার বিশ্বাস।

দুবনা, ১৫ জানুয়ারি ২০২৪

Saturday, January 13, 2024

চরিত্র

কয়েক শ' বছর আগে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিশাল বিশাল জাহাজ সাগর মহাসাগর পাড়ি দিয়ে হাজির হত আফ্রিকা, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়ার উপকূলে। অপেক্ষাকৃত আধুনিক অস্ত্রে সজ্জিত এসব জাহাজের যাত্রীরা ছলে বলে কৌশলে স্থানীয়দের হয় হত্যা করতো নয়তোবা পরাধীন করত। সেসব দেশের ধন সম্পদ নিজেদের দেশে পাচার করে নিজেদের শুধু ধনশালী ও শক্তিশালী হিসেবেই গড়ে তুলেনি, নিজেরা সভ্য বিশ্বের উপাধি নিতেও দ্বিধা করেনি। আজ ইয়েমেনের উপর পশ্চিমা বিশ্বের সম্মিলিত আক্রমণ বিগত পাঁচ শ' বছরেও তারা যে একটুও বদলায়নি, স্বার্থ ও ক্ষমতা ধরে রাখতে তারা যে আগের মতই রক্তলিপ্সু ও হিংস্র সেটাই প্রমাণ করে।

দুবনা, ১৩ জানুয়ারি ২০২৪

Thursday, January 11, 2024

রক্ত

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ানদের ঢালাও ভাবে নিষিদ্ধ করছে এরাও এই আক্রমণের সহযোগী বলে। আমেরিকা ও উন্নত বিশ্বের অন্যান্য দেশ এই যে একের পর একটি দেশ আক্রমণ করে লাখ লাখ মানুষ হত্যা করতে তাদের রক্ত কি সে সব দেশের সব নাগরিকের হাতেই লাগছে? পশ্চিমে বসবাসকারী বন্ধুরা নিজেদের হাত ও মন ভালো করে পরীক্ষা করে জানালে বড় উপকৃত হব। 

দুবনা, ১২ জানুয়ারি ২০২৪

Wednesday, January 10, 2024

প্রশ্ন

রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের দেশের প্রতীক। আজ তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে বসেছিল। আজ বিভিন্ন ভাবেই তিনি দলীয় রাজনীতির শিকার। ক্ষমতার কাছে হারিয়ে যাচ্ছে তাঁর আদর্শ, জাতীয় পরিচয় হঠিয়ে সামনে চলে আসছে তাঁর দলীয় পরিচয়। কিন্তু এটা কি শুধু একটা দলের ব্যর্থতা? নাকি স্বাধীনতার পক্ষের, একাত্তরের চেতনায় বিশ্বাসী সব মানুষের ব্যর্থতা?

দুবনা, ১০ জানুয়ারি ২০২৪

Monday, January 8, 2024

অসুবীধাবাদী

 বাংলাদেশের রাজনীতিতে সুবিধাবাদী দলের অভাব নেই। তবে ইদানিং কালে কিছু দলের কর্মকাণ্ড দেখে মনে হয় এরা সে রকম নয়, এরা অসুবীধাবাদী দল। এরা সরকারের সাথে আঁতাত করে না বিধায় সুবিধাবাদীর কাতারে পড়ে না। তারা আসলে কারও সাথেই আঁতাত করে না, কিন্তু তাদের সব কর্মকাণ্ডের ফসল যায় আদর্শগত শত্রুর গুদামে। ফলে এরা শুধু নিজেদের জন্য নয় দেশের জন্য অসুবিধা সৃষ্টি করে। 

দুবনা, ০৯ জানুয়ারি ২০২৪

Saturday, January 6, 2024

ভোট

কোন কোন বন্ধুর ফেসবুক স্ট্যাটাসে দেখলাম দোকান থেকে মাছ, মাংস সব উধাও। ওরাও কি দল বেঁধে ভোট দিতে গেল নাকি?

দুবনা, ০৬ জানুয়ারি ২০২৪

রাজনীতি

ভোট বয়কটের চেয়েও ট্রেন-বাস পুড়িয়ে মানুষ হত্যার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া আজ যেকোন দেশপ্রেমিক মানুষ ও দলের জন্য বেশি জরুরি।

দুবনা, ০৬ জানুয়ারি ২০২৪

Friday, January 5, 2024

ভোটের রাজনীতি

যেকোন রাজনৈতিক দল ভোট বর্জনের আহ্বান জানাতেই পারে। তবে সেটা যদি দেশীয় রাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তির হাত শক্তিশালী করে তবে এই খেলা বাম দলগুলোর জন্য কতটুকু আদর্শিক সেটা ভাবার বিষয়। তাছাড়া ভোট বয়কটকে কেন্দ্র করে যদি ট্রেনে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হয় তবে এক্ষেত্রে যদি বাম দলগুলো দুষ্কৃতকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেয় তখন সেটা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতি প্রশ্ন করার সুযোগ করে দেয়।

দুবনা, ০৫ জানুয়ারি ২০২৪

নির্বাচন

সোভিয়েত ইউনিয়নে যখন প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হত অনেকেই তা দু'হাত তুলে সমর্থন করত। সে সময়ে যারা সোভিয়েত ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচনের কথা বলত এরা তার বিরোধিতা করত। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হলে কি হয় সেটা আমরা দেখেছি সোভিয়েত ব্যবস্থার পতনে। আবার অন্ধভাবে গণতন্ত্র চাইলে কি হয় সেটা দেখেছি নব্বুইয়ের দশকের রাশিয়ায়। মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করে পায় আমেরিকান গণতন্ত্র যার মূল কথা নিজ দেশের নয় আমেরিকার মানুষের (এলিট শ্রেণীর) স্বার্থে কাজ করা। আজ দেশের নির্বাচনে দু' পক্ষই মনে হয় আমেরিকার জনগণের জন্য কাজ করছে - কেউ কম কেউ বেশি। আর রাজনৈতিক ভাবে সেদিনের সোভিয়েত সমর্থকরা উল্টো পথে হাঁটছে।

দুবনা, ০৫ জানুয়ারি ২০২৪

Wednesday, January 3, 2024

গাধা

এ বছরের শীত মনে হয় গাধার হাড্ডি। বছরের শুরুতেই যে ভাবে অতি উৎসাহী হয়ে কাজ করতে শুরু করেছে তাতে মনে হয় বসন্ত আসার আগেই ও পটল তুলবে। আমরা কি তখন ঋতু হীন দিন যাপন করবে?

দুবনা, ০৩ জানুয়ারি ২০২৪

Monday, January 1, 2024

শুভ জন্মদিন

গত রাত ১২.০০ ঘটিকায় ২০২৪ নামের শিশুটি ভূমিষ্ঠ হয়েছে। এই সদ্যোজাত শিশু সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের বন্ধু তালিকায় নথিভুক্ত এবং এর বাইরে যেসব বন্ধু পয়লা জানুয়ারি জন্মগ্রহণ করেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন পয়লা জানুয়ারির সব মানব সন্তান।

দুবনা, ০১ জানুয়ারি ২০২৪