আপাতদৃষ্টিতে এটাকে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ মনে হলেও কার্যত সেটা এখন পশ্চিমা বিশ্বের এলিটদের সাথে সেসব দেশের সাধারণ জনগণের যুদ্ধ। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের খামখেয়ালি বাস্তবায়নের জন্য এলিটরা জনগণকে গিনিপিগের মত ব্যবহার করছে আর এর পেছনে কিছুটা হলেও জনসমর্থন পাওয়ার জন্য রাশিয়াকে ব্যবহার করছে শিখন্ডি হিসেবে, মানে রাশিয়ার কাল্পনিক আক্রমণকে বর্গী বানিয়ে জনগণকে একদিকে তাদের যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করছে, অন্যদিকে নিজেদের দূরভিসন্ধির বিষয়ে অচেতন রাখতে ঘুম পাড়াচ্ছে।
দুবনা, ৩১ জানুয়ারি ২০২৪