Wednesday, October 7, 2020

ছুটি

মনে হয় এভাবে ঘোরাফেরা করা গুলিয়ার মনপুত হয়েছে। বরাবরের মত আজও সকালে ও গেল কুকুর নিয়ে বেড়াতে। আমি খেতে বসলাম অফিস যাব বলে। এরপর ফোন এলো

তুমি কোথায়?
স্টেডিয়ামের ওখানে। অফিসে যাচ্ছি। হেঁটেই যাচ্ছি। আজ আর সাইকেল আনিনি।
আমি বনে ঘুরছি। অপেক্ষা করো, আমি ওদিকে আসছি।
তুমি সামনে যাও। ক্লাবের ওখানে দেখা করা যায়।
তুমি বরং বনে চলে এসো। এক সাথে কিছুক্ষণ ঘুরা যাবে।
না, সময় নেই।
ঠিক আছে। তাহলে আমি বাসার দিকে যাচ্ছি।
বললাম বটে। তবে অফিসে না গেলেও চলত। হাজার হোক, এখনও আমি ছুটিতে। আট সপ্তাহের এই দীর্ঘ ছুটির শেষ সপ্তাহ। তবে বাসায় কেউ জানে না, গুলিয়াও জানে না যে আমি ছুটিতে। প্রতিদিন অফিসে যাই। অন্যান্য বছর অবশ্য জিজ্ঞেস করে কবে ছুটিতে যাব। করোনার কারণে ছুটি, অফিস সব যখন এক হয়ে গেছে জিজ্ঞেস করতে ভুলে গেছে। ঝামেলা হল, যদি জিজ্ঞেস করে আমি বলব ছুটি শেষ হয়ে গেছে। মিথ্যে বলা পছন্দ করি না কি না তাই। আর তখন অভিমান করে বলবে
তুমি ছুটি নিলে আমি জানলাম না কেন?
ভাব খানা এই এ ছুটি যেন ওদের, আমার নয়।
দুবনা, ০৭ অক্টোবর ২০২০

No comments:

Post a Comment