Friday, October 30, 2020

হঠাৎ

হঠাৎ করেই কারঝাকভের কথা মনে পড়ল। আলেক্সান্দার কারঝাকভ ছিলেন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের দেহরক্ষী বাহিনীর প্রধান। সে সময় বরিস ইয়েলৎসিন শুধু প্রেসিডেন্টই ছিলেন না, ছিলেন জার, ছিলেন ঈশ্বরতুল্য। অন্তত তিনি নিজেকে সেটাই মনে করতেন। আর বরিস বেরেজভস্কির মত লোকজন, যারা আসলে ইয়েলৎসিনের নামে কলকাঠি নাড়াতেন, তারাই টিভি, সংবাদপত্র, বিভিন্ন মিডিয়া আর বইপত্রের মাধ্যমে ইয়েলৎসিনকে রাশিয়ার রক্ষাকারী রূপে তুলে ধরার চেষ্টা করতেন। ঐ সময় ইয়েলৎসিন জামাকাপড় বদলানোর মতই মন্ত্রীসভা বদলাতেন, বদলাতেন প্রেস সেক্রেটারি ইত্যাদি। সেদিক থেকে ভ্লাদিমির পুতিন একেবারেই অকর্মা। জানি না কেউ জানে কিনা তাঁর দেহরক্ষী বাহিনীর প্রধান কে? কিন্তু কারঝাকভ তখন ছিলেন প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, যিনি খোদার উপর অনায়াসে খোদগিরি করে যেতেন। তাঁর দৃষ্টি এড়িয়ে কিছুই হত না, তাঁর অনুমোদন ছাড়া শুনেছি প্রধানমন্ত্রী পর্যন্ত প্রেসিডেন্টের দর্শন পেতেন না। চারপাশের অবস্থা দেখে মনে হয় দুনিয়াটা আজ কারঝাকভে ভরে গেছে।


দুবনা, ৩০ অক্টোবর ২০২০

No comments:

Post a Comment