প্রায় ৬০ হাজার ডলার মাথাপিছু জিডিপি নিয়ে এক লোক নিউ ইয়র্কে করোনায় মারা গেল।
প্রায় ৪ হাজার ডলার মাথাপিছু জিডিপি নিয়ে এক লোক এশিয়ার এক বস্তিতে করোনার হাত থেকে বেঁচে গেল।
৬০ হাজার ডলারের মানুষ মরে খুশি বা সুখী হয়েছিল কিনা জানা যায়নি।
বেশ কয়েকদিন পরে এক সাংবাদিক যখন বস্তিতে গেলে করোনা থেকে সেরে ওঠা লোকটার সাক্ষাৎকার নিতে, অনাহারে অর্ধাহারে মৃতপ্রায় সেই বস্তিবাসী বলল "এই জীবনের থাইক্যা করোনায় মইর্যা গেলেও ভালা হইত।"
অসম বন্টনে মাথাপিছু গড় আয় একটা ভেল্কি। কালেক্টিভলি একটু সুখের ছোঁয়া পাওয়া গেলে যেতেও পারে, তবে ব্যক্তি মানুষের জন্য সেটা সব সময় সুখের নয়।
No comments:
Post a Comment