Sunday, October 11, 2020

দায়বোধ

মানুষের একটা বড় দোষ সে সাফল্যের মালাটা নিজে পরতে চায় আর ব্যর্থতার বোঝা অন্যের কাঁধে চাপাতে চায়। রাজনীতি তো মানুষেরই সৃষ্টি। তাই সরকারি দল যেমন উন্নয়নের তালিকা দিয়ে নিজেদের মহিমান্বিত করতে ব্যস্ত, বিরোধী দল ব্যস্ত সরকারের ব্যর্থতার তালিকা তৈরি করে তার মুখে কালিমা লেপে দিতে। এরা আজকাল ভাবেই না যে, তারা একটা বৃহত্তর সিস্টেমের অংশ, আর সিস্টেমের অংশ হিসেবে এই সাফল্য আর ব্যর্থতার ছিটেফোঁটা সবার কপালেই জোটে। কিন্তু এসব হয় যদি সমাজে, রাজনীতিতে জবাবদিহিতা থাকে। জবাবদিহিতাহীনতা আজ রাজনীতি থেকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আর তাই দুর্নীতি, ধর্ষণ এসব মানুষের প্রাত্যহিক কাজের অংশ হয়ে দাঁড়াচ্ছে। এজন্যেই যেসব সমস্যা সবার একসাথে সমাধান করার কথা সেখানেও দেখা দিচ্ছে দ্বিমত। ধর্ষণ আজ জাতীয় সমস্যা। এ নিয়ে দরকার জাতীয় ঐক্য। দরকার সরকার, বিরোধী দল সবাই এককাট্টা হয়ে এটা নির্মূল করা। অথচ সেখানেও রাজনীতি - সেখানেও ভাগবাটোয়ারা। দেশটা কি মাছের বাজার? রাজনীতি আর কত ঘোলা হলে আপনাদের শ্বাস বন্ধ হবে?

দুবনা, ১১ অক্টোবর ২০২০

No comments:

Post a Comment