অনেক দিন ভাবছি এরকম একটা ছবি তুলব, কিন্তু ঘরের কোন বইই এভাবে খোলা থাকছে
না। তাই যেখানেই যাই, বই নেড়েচেড়ে দেখি যদি কেউ এমন পাখা মেলে ওড়ে। সবাই
বলে ওটা এমনি হবে না, আঠা বা ঐ জাতীয় কিছু দিয়ে ফিক্স করতে হবে। কিন্তু আমি
যেন পণ করেছি, এমন বই খুঁজে বের করবই করব। আজ (অলরেডি গতকাল) অব্রাজে গিয়ে
এই বইটার দিকে চোখ পড়ল। হাতে নিয়ে নাড়লাম কিছুক্ষণ, তারপর খুললাম একটু
একটু করে। ঠিক যেমনটা দরকার। বললাম, বইটা আমি নিয়ে যাচ্ছি। নেক্সট মঙ্গলবার
ফেরত দেব। সব শুনে দিয়ে দিল (না শুনলেও দিত)। রাত দুপুরে বাসায় ফিরে প্রথম
প্রচেষ্টা। দেখি আর কি করা যায় ওকে নিয়ে।
দুবনা, ০৪ ডিসেম্বর ২০১৯