Thursday, June 6, 2019

মাথাপিছু - মাথার পিছে

সরকার বলে আমাদের মাথাপিছু আয় বাড়ছে, অথচ আমরা গরীবই রয়ে গেলাম। ভেল্কিটা কোথায়?
কোন ভেল্কি নেই। মাথাপিছু আয় মানে মাথার পেছনে আয় - দৃষ্টির অগোচরে। যারা সেটা দেখতে পায় তারা ভালই আছে, আর সাধারণ মানুষ, যাদের পেছন দিয়ে এসব আয়ের টাকা বাতাসে ওড়ে তাদের জন্য যা বায়ান্ন তাই তিপান্ন।
কিন্তু সরকার যে বলে?
সরকারের কাজ বলা, মানুষের কাজ ভালো থাকার ভান করা। তাতে মানসম্মানও বাঁচে আবার কেউ অখুশিও হয় না।

দুবনা, ০৬ জুন ২০১৯



No comments:

Post a Comment