যদি আদর্শ চেতনাকে গ্রাস করে তবে মানুষ হয় আদর্শ - অন্ধ। আবার চেতনা আদর্শকে গিলে ফেললে সে মানুষ হয় আদর্শহীন। সচেতন আদর্শবান মানুষের চেতনা ও আদর্শ পরস্পরের বন্ধু, সমালোচক। প্রয়োজনে নিজেদের মধ্যে ঝগড়া করে ভারসাম্য রক্ষা করে সঠিক সিদ্ধান্ত বেছে নিতে পারে।
পিটারবার্গ, ২৭ জুন ২০১৯
No comments:
Post a Comment