বাঙ্গালির জীবনে চাঁদ সব সময়ই রহস্যময়ী। যদিও বিপ্লবী কবি পূর্ণিমার চাঁদকে
ঝলসানো রুটির সাথে তুলনা করেন, অধিকাংশ কবিই চাঁদে খোঁজেন প্রিয়ার মুখ – চাঁদ বদন।
চাঁদের কলঙ্ক নিয়েও কম লেখালেখি হয়নি। তবে মানুষের চাঁদে ভ্রমনের পর থেকে রহস্য
ক্রমেই দূর হতে থাকে। কিন্তু চাঁদ তো আর ছেড়ে দেবার পাত্র নয়, তাই সুযোগ পেলেই নিজ
মহিমায় উদ্ভাসিত হয় বাংলার উর্বর ভূমিতে। অনেক দিন ঘাপটি মেরে থাকার পর কয়েক বছর
আগে চাঁদ আবার খবরে আসে যুদ্ধাপরাধীদের বিচারের সময়। তবে সর্বশেষ তার আবির্ভাব ঘটে
রহস্যজনক ভাবে অন্তর্ধানের পরে। খবরে প্রকাশ চাঁদ বেচারা কাউকে কিছু না বলেই,
দেশের সমস্ত মন্ত্রী মিনিস্টার আর তাদের টেলিস্কোপ, স্যাটেলাইট সবাইকে ফাঁকি দিয়ে
আকাশ থেকে হঠাৎই উধাও হয়ে যান। এ নিয়ে অবশ্য নানা মুনির নানা মত। কেউ কেউ বলছে আড়ং-এ
ঈদের বাজার করতে গিয়ে উনি সর্বস্বান্ত হয়ে মনের দুঃখে বনে পালান। কেউ কেউ বলেন উনি
ক্রস ফায়ারে পড়েছিলেন। কেউ কেউ ঢাকা কেন্দ্রীয় কারাগারে চাঁদকে বন্দী অবস্থায়
দেখেছেন বলে দাবি করেন। আবার কারো মতে ট্র্যাফিক জ্যামে আটকা পড়ে তার শকট। যেহেতু
ঈদের আগে ট্রেন, বাস, লঞ্চ কোথাও তিল ধারণের জায়গা নেই, অগত্যা তিনি পায়ে হেঁটে ঢাকা
রউনা হন। সর্বশেষ খবরে জানা গেছে মন্ত্রীর হুকুমে সাড়া দিয়ে তিনি মধ্যরাতে তার
বাসায় উপস্থিত হয়েছেন, শধু তাই নয় এই প্রতিযোগিতায় তিনি চিরশত্রু সূর্যকে হারিয়ে দিয়েছেন।
পুরস্কার স্বরূপ সারা দেশে আজ ঈদ উৎসব পালন করার জন্য ঘোষণা দিয়েছে সরকার।
দুবনা,
০৫ জুন ২০১৯
No comments:
Post a Comment