ইট যেমন দালান গড়ে তোলে তেমনি করেই প্রতিটি মানুষ, তাদের নাগরিক অধিকার গড়ে তোলে বৃহত্তর সমাজ, রাষ্ট্র। ইটগুলো খসে পড়তে থাকলে দালান ভেঙে পড়ে। মানুষ ধর্ষিত হলে, মানুষের বাড়িঘর, সহায় সম্পত্তি বেদখল হলে শুধু এই মানুষগুলোই তা হারায় না, সমাজ হারায় আইন শৃঙ্খলা, রাষ্ট্র হারায় মেরুদণ্ড, একটু একটু করে দেশ পরিণত হয় ব্যর্থ রাষ্ট্রে।
মস্কো, ১০ জুন ২০১৯
No comments:
Post a Comment