Wednesday, December 13, 2017

মহা মুস্কিল!

বাসায় মান্ধাত্বার আমলের একটা শোকেস ছিল। গুলিয়ার দিদিমার। তাই ও কোথাও গেলে সেটা সাথেই যায়। এতো দিন ছিল আমার বাসায়। ভেতরে অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিষপত্তর। সব সময় পায়ে পা দিয়ে ঝগড়া করতো, মানে চলাফেরায় অসুবিধা হতো। গতকাল ওটাকে দিয়ে এলাম নতুন বাসায়। মনটা ভালো হয়ে গেল। রাতে বাসায় ফিরে গ্লোভস, টুপি এসব রাখতে গিয়ে পড়লাম মহা সমস্যায়। এতদিন জুতোজোড়া ওর নীচে রাখতাম, সেটাও করা যাচ্ছে না। এখন যতবারই বাসায় যাই ততবারই শোকেসটার অদৃশ্য হাসি দেখতে পাই আর শুনতে পাই 
- কি, এবার খুশী তো? ভেবেছিলে আমাকে দূর করলেই আমি আমি চলে যাবো? সেটি হচ্ছে না গো। এখন থেকে আমি তোমার ঘাড়ে বসে থাকব আর তোমার সাথে সাথে ঘুরবো।

দুবনা, ১৩ ডিসেম্বর ২০১৭



Сначала выкидываешь какую-то фигню из дома, потом всю жизнь страдаешь фигной из-за ее отсутствие. Это и "МАЙА" (иллюзия)

Сначала выкидываешь какую-то фигню из дома, потом всю жизнь страдаешь фигной из-за ее отсутствие. Это и "МАЙА" (иллюзия)

No comments:

Post a Comment