Sunday, December 31, 2017

নববর্ষের কামনা




প্রকৃতির পঞ্জিকা থেকে ঝরে পড়ে আরেকটা পাতা
শুরু হয় নতুন দিনের, আর দশটা দিনের মতই
কিন্তু আপেক্ষিক বাস্তবতায় সে পায় নতুন নাম
যদিও এবার তার পথে নেই শুভ্র ফুল
মানুষের ভালবাসায় বাতাসে ভেসে বেড়ানো
বরফগুলো গলে হয়ে গেছে জল
আর কান্না হয়ে নেমে আসে টেবিলে সাজিয়ে রাখা গ্লাসগুলোয়
তারপরেও নতুন বছর নতুন বছরই
সবাইকে মনে করার দিন, যারা চলে গেছে,
যারা কাছে বা দূরে আছে
কমনা করার দিন, স্বপ্ন দেখার দিন।
কি চাইবো? ভালো ভালো কথাগুলো
বলা হয়ে গেছে অনেক আগেই,   
বলেছে অনেকেই। তারপরও বলি
নতুন বছর হোক আনন্দে বেদনায় পূর্ণ
সাফল্য ব্যর্থতা হাতে হাত রেখে চলুক এবার
কান্না হাসি থাকুক না হয় পাশাপাশি
দুঃখ দিক বাঁধাকে অতিক্রম করার শক্তি
আনন্দ দিক কষ্টকে গ্রহণ করার শিক্ষা
কেননা সুখ দুঃখ শোক আনন্দ ভালোবাসা বিরহ
সবই আপেক্ষিক
আসল কথা গতি, বৈচিত্র -
জীবন হোক বৈচিত্রময়
কেননা একঘেয়েমি – তা সে যতই সুখের হোক    
সে তো মৃত্যু তুল্য।
ভালোমন্দে ভালো থাকুন সবাই।
শুভ নববর্ষ।

দুবনা, ৩১ ডিসেম্বর ২০১৭

 

No comments:

Post a Comment