বাইরে তুষারকণা বাতাসে ভাসে
তাই দেখে শরৎ কন্যা মুচকি মুচকি হাসে
“এতো তাড়াতাড়ি তোরা এলি কেন বাপ?
নাকানি চুবানি খেয়ে চাইতে হবে মাফ।“
“শরৎ পিসি, অযথা কেন তুমি বক?
লেপমুড়ি দিয়ে না হয় ঘরে বসে থাক।
এসেছি বেড়াতে আমরা থাকবো ছয় মাস,
নববর্ষে পরীক্ষা করতে হবে পাশ।
তারপর বসন্তেরে করবো বরণ,
তা না হলে সান্তা ক্লাউসের গলাবো কেমনে মন?”
এরপর সে যে কী শুরু হোল নাচ
কেঁপে উঠে পৃথিবী, কেঁপে উঠে গাছ
হলুদ পাতারা সব ঝরে ঝরে পড়ে
যেন আমি বসে আছি পীত সাগরে।
দুবনা, ২১ অক্টোবর ২০১৭
No comments:
Post a Comment